ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি’

নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর তার দেখানো পথ অনুসরণ করেই শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সঠিক ধর্মীয় চর্চা ও শিক্ষা বিস্তারে বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন,’ যোগ করেন প্রতিমন্ত্রী।  

রোববার (২৭ আগস্ট) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হেলোচিয়া বাজারসহ বিভিন্ন এলাকার মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।  

এসময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে উন্নয়ন কাজের জন্য হেলোচিয়া বাজার মসজিদে ১০ লাখ টাকা ও কুমারপাড়া মসজিদে দুই লাখ টাকা দেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।