ঢাকা: রাজধানীতে ইয়াবাসহ মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০) নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গতকাল রোববার রাতে মিরপুর ৬নং সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত দুইজনই শিক্ষার্থী। এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে পাঠাচ্ছিলেন। ঝুঁকি এড়াতে সেই ইয়াবা যাচ্ছিল ইয়ারফোনের প্যাকেটে!
গ্রেফতার দুইজন ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান। কেউ যাতে সন্দেহ না করে তাই তারা ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন।
ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এজেডএস/এমএম