ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে কক্সবাজার নেওয়া হচ্ছিল ৩ কেজি হেরোইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ঢাকা থেকে কক্সবাজার নেওয়া হচ্ছিল ৩ কেজি হেরোইন

কক্সবাজার: ঢাকা থেকে কক্সবাজার নেওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি করে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

তবে হেরোইনগুলোর মালিককে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।