ঢাকা: ২৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. সাদেকুল ইসলাম (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
সোমবার (২৮ আগস্ট) ভোরে রংপুর জেলার পীরগাছা থানাধীন রেলস্টেশন সংলগ্ন একটি মেসে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের (অতিরিক্ত দায়িত্ব) পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি মো. সাদেকুল ইসলাম (৩৫) নানা মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে খুনসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচেষ্টার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ২৫টি পৃথক মামলা রয়েছে।
এসব মামলার তার বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দর থানায় ২৫টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। আসামি সাদেকুল ইসলাম গ্রেপ্তার এড়াতে ২০১৬ সাল থেকে সাত বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসজেএ/এসআইএ