ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় এক হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, রোববার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছিলাধারচর সদরদী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন জেলার ভাঙ্গা উপজেলার ছিলাধারচর সদরদী এলাকার মৃত সেলিম শেখের ছেলে সুজন শেখ (২৫) ও একই উপজেলার মৃত আনোয়ার আলী ফকিরের ছেলে বাদল ফকির (২৮)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ।
তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসআইএ