ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ দফা দাবিতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
৮ দফা দাবিতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

ঢাকা: দেশের সব পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বৃদ্ধি ও রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার বিচারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।  

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি জানান বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানান তারা।  

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের পৌরসভার সৃষ্টিলগ্ন হতে নগরের সুচিতা আনার পবিত্র দায়িত্ব আমরাই পালন করছি অথচ সব ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি এতে পরিচ্ছন্নতাকর্মীদের নুন আনতে পানতা ফুরায়। এখনো বিভিন্ন পৌরসভায় তাদের বেতন ১৫০০ টাকা। এই বেতনে একটি পরিবার চলতে পারে না।  

নেতারা আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জীবন-জীবিকা এতই কষ্টের মাধ্যমে চলছে যা সরেজমিনে না দেখলে বুঝা মুশকিল। তাদের পিঠ দেয়ালে ঠেকেছে তারা আর পারছে না। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের কাছে বেতন বৃদ্ধির দাবি করলে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

এসময় তারা বেতন বৃদ্ধিসহ আট দফা দাবি জানান। দাবিগুলো হলো-

১) বর্তমানে বাজারের সঙ্গে মিল রেখে দেশের প্রতিটি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বেতন (পরিবার চলার মতো) বৃদ্ধি করতে হবে।

২) রংপুর সিটি করপোরেশনে হামলার শিকার আহত পরিচ্ছন্নতাকর্মীদের সিটি করপোরেশন কর্তৃক চিকিৎসার খরচ দিতে হবে।

৩) রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে।

৪) রংপুর সিটি করপোরেশনের আন্দোলনে চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মীদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে।

৫) প্রত্যেক পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন করে দিতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬) উৎসব বোনাস ও মাতৃত্বকালীন মহিলা পরিচ্ছন্নতাকর্মীর ছয় মাসের ছুটিসহ বেতন দিতে হবে।

৭) সকল পৌরসভা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীদের স্থায়ী করতে হবে।  

৮) প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পোষ্য কোটা দিতে হবে।  

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- মহাসচিব নির্মল চন্দ্র দাস, যুব ও ক্রিয়া সম্পাদক কৃষ্ণচরন কুঞ্জমাল, সাধারণ সম্পাদক বিমল হরিজন, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ বাসফোর ও বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় হেলা।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
ইএসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।