ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
চাঁদার দাবিতে হোটেল ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা): পৌরসভা এলাকায় শহর আলী নামে এক হোটেল ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। অস্বীকৃতি জানানোয় তিনিসহ তিনজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন; তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন।  

বুধবার (৩০ আগস্ট) রাত ৮ টার দিকে পৌর এলাকার নামাবাজারে শহর আলীসহ তিনজনকে কোপানোর ঘটনাটি ঘটে। রাতে রাতে সাভার মডেল থানায় তিনি মামলা করেন।

অপর দুই আহত হলেন- শহর আলীর ছোট ভাই আদম আলী (৪৫) ও ওয়াসিম (৪০)। আদম আলীর বুকে কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

শহর আলীর মামলা আসামিরা হলেন- জুয়েল মিয়া (২৬), নার্গিস বেগম (৪২), চান্দু মিয়া (৫০), নোভা (১৯) ও জয় (৩০)

মামলার এজাহার থেকে জানা গেছে, নামাবাজারে হোটেল ব্যবসা করেন শহর আলী। মঙ্গলবার রাত ৮টার দিকে জুয়েল মিয়াসহ অভিযুক্তরা দেশিয় অস্ত্রসহ তার হোটেলে এসে ৫ লাখ টাকা দাবি করে। শহর আলী টাকা দিতে অস্বীকৃতি করলে জুয়েলের হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে আহত করে। পরে শহর আলীর ছোটো দুই ভাই আদম আলী ও ওয়াসিম ঘটনাস্থলে এসে জুয়েলসহ বাকিদের আটকানোর চেষ্টা করলে তাদের উপরও হামলা করে ছুরি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা জড়ো হয়। অভিযুক্তরা টাকা না দিলে ও এ ঘটনায় থানায় অভিযোগ করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে শহর আলীসহ তার দুইভাইকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে৷

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০২৩
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।