ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য, ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য, ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী: ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য এবং লাইসেন্স বিহীন উৎপাদন করে বাজারজাতের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ফেনীর ফুলগাজী মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফুলগাজী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিনের নেতৃত্ব অভিযান চালায়। অভিযানে দেখা যায় ফুলগাজী মহিলা কলেজ রোডে মেসার্স মায়ের দোয়া ফুড প্রোডাক্টস বিএসটিআই থেকে সিএম লাইসেন্স বিহীন পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ফুলগাজীর মেসার্স শাহীন বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায়, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (সিএম) ও ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ। এছাড়া বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা ও ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।