ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ডিআইজির প্রশাসনিক কাজে অসহযোগিতা, ইসলামপুর থানার ওসিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ডিআইজির প্রশাসনিক কাজে অসহযোগিতা, ইসলামপুর থানার ওসিকে বদলি

জামালপুর: ময়মনসিংহের ডিআইজি অফিসের অ্যাডিশনাল ডিআইজির কাজে অসহযোগিতা করায় জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে ওসিকে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।

 

আদেশে বলা হয়, মুহাম্মদ মাজেদুর রহমান অফিসার ইনচার্জ ইসলামপুর থানাকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো। আনসার উদ্দিন ইন্সপেক্টরকে (তদন্ত) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বের হিসেবে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হলো।  

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ডিআইজি অফিসের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার নজমুল হাসান প্রশাসনিক কাজে মঙ্গলবার ইসলামপুর থানায় যান। একটি মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলতে ইসলামপুরের গুঠাইল যাওয়ার কথা ছিল তার। কিন্তু পরে সাক্ষীদের থানায় ডাকার নির্দেশ দেন তিনি।  

তার নির্দেশনা অনুযায়ী সব কাজ সঠিকভাবে করতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন অ্যাডিশনাল ডিআইজি।  

এ সময় প্রশাসনিক কাজে ওসি মাজেদুর রহমানের ব্যর্থতার বিষয়টি অ্যাডিশনাল ডিআইজি নজমুল পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জানান। এ ঘটনায় পুলিশ সুপার কামরুজ্জামান ওসি মাজেদকে তাৎক্ষণিক বদলির (স্ট্যান্ড রিলিজ) আদেশ দেন।

বদলির বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনে নিয়মিত বদলির অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশে তাকে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।