ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়েতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ইশরাত জাহান তানহা (১৮) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার যাত্রী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এশিয়ান হাইওয়ের মদনপুর টু আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশরাত রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। তিনি এবার শহিতুন্নেসা পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ ও মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্দিরপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও চার যাত্রী।  

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নওফেল বিন আলম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন ও আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।