ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে মিয়ানমারের ২০ নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বান্দরবানে মিয়ানমারের ২০ নাগরিক আটক

বান্দরবান: কক্সবাজারের উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় এলাকার পর্বত আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটকরা সবাই মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

আটকরা হলেন নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন (২২), মো. ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক (২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)।

আটকদের মধ্যে মো. ইউসুফ বলেন, মিয়ানমারের হ্লাছিদং এলাকায় তার জন্ম। বর্তমানে কক্সবাজারের উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনি বসবাস করেন।

তিনি আরও বলেন, বান্দরবানের ফজল করিম মাঝি নামে এক ব্যক্তি ওই ক্যাম্পের ২০ জন মিয়ানমার নাগরিককে কাজের ব্যবস্থা করে দেওয়ার বলে এই হোটেলে অবস্থান করতে বলেছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গাকে (মিয়ানমার নাগরিক) আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাদের ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলমান।

পুলিশ সুপার আরও বলেন, জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।