ফেনী: আবু সুফিয়ান নোমানকে সভাপতি ও সায়মা আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ফেনী ডিবেট ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংগঠনের জরুরি সভায় আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে মুজাহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক আহমদ আরাফাত রিজভী, দপ্তর সম্পাদক আরিফ ইসতিয়াক, অর্থ সম্পাদক রুকাইয়া জাহান, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক শেখ মাহমুদ হাসান, প্রচার ও আইটি সম্পাদক আদিবা ইসলাম, কলেজ সম্পাদক মো. ফয়সাল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তানিসা মাহজাবিন, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম আসির, স্কুল সম্পাদক রাইহানুল আমিন, কার্যনির্বাহী সদস্য হিসেবে তানজিদুল ইসলাম সাকিব, সাবরিনা সোবহান, সুফিয়ান সিদ্দির নাম ঘোষণা করা হয়।
'যুক্তির আলোয় খুঁজি মুক্তি' এই স্লোগান ধারণ করে ২০১৯ সাল থেকে ফেনীতে বিতর্ক আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ করছে ফেনী ডিবেট ফোরাম। এরই ধারাবাহিকতায় গঠন করা হলো ফেনী ডিবেট ফোরামের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪)।
ফেনী ডিবেট ফোরামের প্রতিষ্ঠাতা ও সদ্য সাবেক সভাপতি হোসাইন আরমান বলেন, ফেনীতে বিতর্ক শিল্পকে প্রতিষ্ঠা করতে নানা কর্মসূচি পালন করেছি। এ সংগঠনের হাত ধরে ফেনীতে অসংখ্য নতুন বিতার্কিক তৈরি হয়েছে। বিশেষ করে বারোয়ারি ও সংসদীয় বিতর্কের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি। নতুন কমিটির হাত ধরে নতুন উদ্যম পাবে সংগঠনটি। ফেনীতে বিতর্ক আন্দোলন আরও বেশি প্রসারিত হবে।
এ জেলায় বিতর্কের বিপ্লবে তিনি সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসএইচডি/এসআইএ