কুমিল্লা: জেলার লাকসামে মাদক সেবনে বাধা দেওয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রবাসী রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মো. আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করেন রাজীব। এতে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় পাশে থাকা আবুল কাশেমের ফুফাতো ভাই মীর হোসেন রাজীবকে ধরে ফেলেন। তবে তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যান রাজীব। পরে স্থানীয়রা ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআইএ