ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্র সমাবেশ: আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
ছাত্র সমাবেশ: আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ আয়োজিত সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাসহ পুরো রাজধানী জুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হতে যাচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দেশের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও (ভিভিআইপি) এ সমাবেশে অংশ নেবেন।

সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-পুলিশসহ গোয়েন্দা পুলিশের কড়া নজরদারি রয়েছে। পোশাকে সাদা পোশাকে মোতায়েন আছে র‌্যাব ও পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও যানবাহন চলাচলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সমাবেশস্থল ও এর আশপাশের এলাকার বাইরেও পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে র‌্যাব-পুলিশের টহল টিম। সমাবেশস্থলে আগতদের তল্লাশির মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কেউ বা কোনো গোষ্ঠী যাতে সমাবেশ স্থলে প্রবেশ করতে না পারে সেজন প্রয়োজনে সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে। কেউ যদি কোনো অপকর্ম করার চেষ্টা করে তাকে কঠোর আইনের আওতায় নেওয়া হবে।

ছাত্র সমাবেশ কেন্দ্র করে কেউ যাতে সাইবার স্পেসে কোনো গুজব বা রাষ্ট্রীয় ভাবমূর্তি খুণ্ন হয় এমন কিছু ছড়াতে না পারে- সে জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে নজরদারি করছে র‌্যাব-পুলিশের সাইবার ইউনিটের সদস্যরা।

সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলো নজরদারিতে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। সেখান থেকে পুরো উদ্যান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

সমাবেশ চলাকালীন ডিএমপির গোয়েন্দা পুলিশের সোয়াট ও ডগ-স্কোয়াড টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

নিরাপত্তার বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্র সমাবেশ উপলক্ষে সোহারাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার রয়েছে। সমাবেশে ভিভিআইপি ব্যক্তিদের গমনাগমনে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও রোড ডাইভারর্শন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ বা কোনো গোষ্ঠী যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সদস্যরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন বলেও তিনি জানান।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সঙ্গে সমন্বয় করে সমাবেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থার রয়েছে। এছাড়া সাইবার স্পেসেও র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে।

ছাত্র সমাবেশ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা- রাস্তা বন্ধ/রোড ডাইভারশন:
রাজধানীর কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকার/রোড গুলো নগরবাসীকে পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সমাবেশে আগত গাড়ি পার্কিং করা যাবে- মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চতুর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।