ঢাকা: মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াসিম শিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে জিনজিরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।
ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার আসামির নামে মামলা দায়ের হওয়ার পর থেকে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসজেএ/আরবি