ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবারও বেনাপোল স্থলবন্দর থেকে ২৩ ককটেল উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
আবারও বেনাপোল স্থলবন্দর থেকে ২৩ ককটেল উদ্ধার

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দর এলাকা থেকে এক দিনের ব্যবধানে আবারও ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে বেনাপোল বন্দরের ৩৫ নাম্বার শেডের পাশে পরিত্যক্ত অবস্থায় এ ককটেল উদ্ধার করা হয়।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বন্দরের ৩৫ নাম্বার কেমিক্যাল শেডের পাশে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ব্যাগ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ব্যাগ গুলো খুললে তার মধ্যে থেকে ২৩টি তাজা ককটেল পাওয়া যায়।  

ককটেলগুলো কে বা কারা সেখানে রেখে গেছে সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।