ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক বাড়িঘর, মৎস্যজীবী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
নেত্রকোনায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক বাড়িঘর, মৎস্যজীবী নিখোঁজ ঝড়ে ভেঙে পড়া গাছ সরানো হচ্ছে।

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আকস্মিক ঝড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  

এছাড়াও বিলে মাছ ধরতে গিয়ে অনিল দাস (৪৫) নামে এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। অনিল দাস কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের মৃত ঈশ্বর দাসের ছেলে।  

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত থেকে ঝড় শুরু হয়ে চলে প্রায় ৪০ মিনিট।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাত ৩টা থেকে ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার আটটি ইউনিয়নের প্রায় শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়াও গাছপালা উপড়ে গেছে। এতে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে সোনাডুবি বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে অনিল দাস নামে এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন।

কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) তাপস দেবনাথ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। আশা করছি আজ সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।  

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়িসহ গাছপালার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।