ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে গভীর জঙ্গলে মিলল বন্য হাতির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
রামুতে গভীর জঙ্গলে মিলল বন্য হাতির মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের জলাধারে একটি বন্য হাতির মরদেহ পাওয়া গেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মৃত হাতিটি দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দিলে পরে এটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

ধোয়াপালং রেঞ্জ অফিসার আব্দু রশিদ জানান, ময়নাতদন্ত শেষে হাতিটিকে ওই স্থানে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে পায়ে আঘাত ও সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত হাতিটির সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন ও রশি পেঁচানো আছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, হাতিটি হয়ত দুয়েকদিন আগে মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন ও রশি পেঁচানো আছে বলে শুনেছি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। তখন আরও কয়েকটি বন্য হাতি মৃত হাতিটিকে পাহারা দিচ্ছিল। পরে হাতিগুলো সরে গেলে সেটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি জানান, মরদেহ দেখে মনে হয়েছে অন্তত আরও একদিন আগে হাতিটি মারা গেছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।