বরিশাল: জেলায় ভেজাল মসলা প্রস্তুত করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে (ছোট কারখানা) জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের হাটখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চাল ও ক্ষতিকর রঙয়ের সঙ্গে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে কারখানাগুলোয় ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ো তৈরি করা হত। যার সত্যতা পাওয়ায় ওই দুই কারাখানা কর্তৃপক্ষকে মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কারখানার মালিকরা কান ধরে ক্ষমা চান। তারা জানান, হলুদ-মরিচের গুঁড়োর ওজন বাড়াতে চালের গুঁড়ো মেশানো হত। এছাড়া মসলার রঙ সুন্দর করতে খাবার অনুপযোগী ভেজাল রঙ মেশানো হত।
এদিকে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা জানান, বরিশাল নগরে আরও ডজনখানেক ভেজাল মসলা তৈরির কারখানা আছে।
এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার রাসেল খান বলেন, এসব মসলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় সব মহলের সহযোগিতা দরকার।
ভেজাল রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বরিশাল বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এমএস/এসআইএ