ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এ উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক উৎসবটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে- তিনটি পর্বে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম পর্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহম্মদ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বেলা সোয়া ১১টায় শুরু হবে দ্বিতীয় পর্ব। এ সময় রাজশাহী বিভাগের আট জেলার পক্ষ থেকে আঞ্চলিক সংগীত পরিবেশন করা হবে। এছাড়া বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তৃতীয় পর্ব। এতে সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।