ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ধার হওয়া সেই নবজাতককে বিদায় জানালেন ঢামেক পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
উদ্ধার হওয়া সেই নবজাতককে বিদায় জানালেন ঢামেক পরিচালক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরির পর উদ্ধার হওয়া নবজাতক আব্দুল্লাহসহ তার বাবা-মাকে হাসপাতাল থেকে বিদায় জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাসপাতালে প্রশাসনিক ব্লকে পরিচালকের রুমে দম্পতিরসহ আব্দুল্লাহকে বিদায় জানানো হয়।

 এ সময় হিরন-শাহিনা দম্পতির হাতে নবজাতক আব্দুল্লাহর জন্য খেলনাসহ দৈনিক ব্যবহারের কিছু সরঞ্জাম তুলে দেন তিনি।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আজকে চিকিৎসকরা মাসহ বাচ্চাকে ছাড়পত্র দিয়েছে। তারা হাসপাতাল থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আসলে আমি আগেই বলেছিলাম, হাসপাতাল থেকে দম্পতির নবজাতক চুরি হওয়ার পর আমিও ব্যক্তিগতভাবে মর্মাহত ছিলাম।

তিনি বলেন, পুলিশ সেই বাচ্চাকে কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। চুরি যাওয়া বাচ্চাকে মা ফিরে পেয়েছে, এতে আমরাও আনন্দিত। হিরন শাহিনা দম্পতি ও তার সন্তানকে বিদায় জানানো হয়েছে এবং সামান্য কিছু উপহার দেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

এদিকে খুশিতে আত্মহারা হিরন-শাহিনা বলেন, খুবই ভালো লাগছে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সবচেয়ে বড় বিষয় প্রতিজ্ঞা করেছিলাম চুরি যাওয়া সন্তান ছাড়া হাসপাতাল থেকে যাব না। আল্লাহ আমাদের কান্না শুনেছে। সেই সন্তানকে উদ্ধার করে পুলিশ আমাদের কোলে ফিরিয়ে দিয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।

উল্লেখ্য, ৩১ আগস্ট দুপুরের দিকে হাসপাতালে পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় নবজাতক আব্দুল্লাহ চুরি হয়ে যায়। তারপর পরিবার থেকে শাহবাগ থানায় এ বিষয়ে একটি মামলা করে। পরে পুলিশ দুদিন পর কামরাঙ্গীরচর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় শাহবাগ থানা পুলিশ।

আরও পড়ুন: ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি!
বের হওয়ার রাস্তা দেখে মনে হচ্ছে বড় চক্র: ঢামেক পরিচালক
শিশু কোলে হাসপাতাল ছাড়েন অজ্ঞাত নারী
ঢামেকের নিরাপত্তায় ৩৫০ আনসার, তারপরও মায়ের কোল খালি
‘আমার স্বপ্ন চুরি হয়ে গেল’
‘হাসপাতালে এত কড়াকড়ি, আমার ভাগ্নে চুরি হলো কেন?’

ঢাকা মেডিকেল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার 
‘মনে হচ্ছে নতুন পৃথিবী পেলাম’

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।