ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

ভোলা: ভোলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ, জ্ঞান, আচরণ, মনোভাব ও চর্চার জরিপ ফলাফল এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান।  

জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে সুশীলন এ সভার আয়োজন করে। আলোচনায় কিশোর, কিশোরীদের সুরক্ষার বিষয়টি উঠে আসে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন সাহা, ইউনিসেফ প্রতিনিধি ফরিদ আলম, সুশীলন এসবিসি প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন ও এসবিসি প্রকল্প অফিসার তানজিল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।