ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

এক বছরে তিন বার গ্রেপ্তার, জেল থেকে বেরিয়ে ফের চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এক বছরে তিন বার গ্রেপ্তার, জেল থেকে বেরিয়ে ফের চুরি

ঢাকা: রাজধানীতে চুরি করার অভিযোগে মো. জুলহাস (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, জুলহাস একজন পেশাদার চোর। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তিনি বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করেন। চুরি করতে গিয়ে ধরা পড়লেও জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন।

ওসি বলেন, এ বছরেই তিনি তিন বার গ্রেপ্তার হন, কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করেন। সবশেষ গত মার্চ মাসে চুরি করতে গিয়ে ধরা পড়েন ও মে মাসে জামিনে বের হন। এরপর আবারও গতকাল মিরপুর মডেল থানার আহম্মদনগর পাইকপাড়া ফিরোজা ভিলায় চুরি করতে গিয়ে ধরা পড়েন।

এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান মিরপুর থানার ওসি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।