দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতিয়ার রহমান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি বাবুল আক্তার বাবুল চৌধুরীকে (৬৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মতিয়ার একই ইউনিয়নের সোনামুখী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৫০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে বাবুল চৌধুরীর বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে আনোয়ার তার শ্বশুর মতিয়ার রহমানসহ কয়েকজন ওই জমিতে ধান রোপণ করতে যান। খবর পেয়ে বাবলু ও তার তিন ছেলেসহ কয়েকজন ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র দিয়ে মতিয়ারকে এলোপাথাড়ি আঘাত করেন। এতে মতিয়ারের দুই পায়ের হাঁটুর নিচের অংশ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটক করতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসআরএস