ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পচা-বাসি খাবার বিক্রি, দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
পচা-বাসি খাবার বিক্রি, দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা 

নীলফামারী: নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হোটেল ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পাঙ্গা মটকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথি বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

 

জরিমানা করা দুই ব্যবসায়ী হলেন- নুরুজ্জামান ও দুলাল হোসেন। এর মধ্যে নুরুজ্জামানকে ১০ হাজার এবং দুলালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান জানান, খোলা লবণের ব্যবহার, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, নকল চা সহ পচা বাসি খাদ্যদ্রব্য পাওয়ায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন তারা।

অভিযানকালে ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) রোস্তম আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।