ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলায় লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর তাগিদ সিআইডি প্রধানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
চ্যালেঞ্জ মোকাবিলায় লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর তাগিদ সিআইডি প্রধানের

ঢাকা: ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ন্যায়বিচার নিশ্চিত করণের জন্য প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) এর সম্মেলন কক্ষে ‘Aid to Good Investigation Course’ এর ১০৭তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন সিআইডি প্রধান।

এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২২ জন কর্মকর্তা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন তিনি।

সিআইডি প্রধান বলেন, তদন্ত তদারকি কর্মকর্তা হিসেবে বর্তমান সময়ের ডিজিটাল অপরাধ দমনে বিজ্ঞানভিত্তিক তদন্ত, মামলার খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে জানতে হবে। সেইসঙ্গে নিজেদেরকে আরও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স।  

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইডির ডিটিএস কমান্ড্যান্ড অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। এছাড়াও সিআইডির ফরেনসিক ট্রেনিং সেন্টার বিশেষ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল, ডিটিএস বিশেষ পুলিশ সুপার মোসা. সিদ্দিকা বেগমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শুরু হয়ে ১৫ দিনব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের DNA (Deoxyribonucleic Acid) এর নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং, আসামিদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।