ঢাকা: এ বছর ডেঙ্গুর ভয়াবহতা সারাবিশ্বে ব্যাপক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং ৫০ শতাংশ মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা জানান৷ এর আগে দেওয়া বক্তব্যে জাতীয় পাটির সদস্য শামীম হায়দার পাটোয়ারির ডেঙ্গু নিয়ন্ত্রণে এক কোটি মশারি দেওয়ার প্রস্তাব দেন৷
এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে মশারি কিনতে পারে না এমন মানুষ আছে বলে আমার জানা নেই।
তিনি বলেন, এ বছর ডেঙ্গুর ভয়াবহতা সারাবিশ্বে এতো ব্যাপক হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে, যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে বলেছে, পৃথিবীতে ৫০ শতাংশ মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে আছে। দক্ষিণ আমেরিকায় প্রতিটি দেশে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছে, বহু লোকের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুর একটি উন্নত দেশ, যাদের জনসংখ্যা ৫০ লাখ। গতবার তাদের ৩৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আমাদের গত বছর ৪২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে, আমাদের মৃত্যুর সংখ্যা গত বছর ৮০-৯০ জন ছিল।
ভেজাল ঔষধ প্রসঙ্গে তিনি বলেন, জাহাঙ্গীরনগর থেকে এন্টামোলজিস্টরা এর স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখেছেন। আমরাও ব্যক্তিগতভাবে মশারির ভেতরে মশাকে ঢুকিয়ে মেরে দেখেছি মশা মারা যায়। ঔষধটা ঠিক ছিল। সাপ্লাই যেটা করা হয়েছিল বা যে উৎপাদকের নাম করা হয়েছে সেখানে কোনো গরমিল আছে কি না আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিটি করপোরেশনকে এ বিষয়ে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। কেউ যদি এরকম কিছু করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসকে/এসআইএ