ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
কিশোরগঞ্জে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

 

আটকরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কৌলিগাতী এলাকার মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান (৪৮), কিশোরগঞ্জ সদর উপজেলার ঝালুপাড়া এলাকার মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার মৃত মীর হোসেনের ছেলে মো. আশরাফ (৫৫)।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া সাকিনস্থ চাঁনমারি মোড়স্থ নীলগঞ্জ-তাড়াইল সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এসময় তিন চোরাকারবারিসহ চিনির বস্তা ভর্তি একটি ট্রাক আটক করা হয়। আটক ট্রাকের বস্তাগুলোতে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়। আটকরা এসব ভারতীয় চিনির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়াও আটকদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।  

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির  জানান, জব্দকৃত ভারতীয় চিনি এবং আটক তিন চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।