রাজশাহী: রাজশাহী জেলা ও মহানগর স্বর্ণশিল্প ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মহানগরীর সাহেববাজার স্বর্ণকার পট্টিতে থাকা কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়।
স্বর্ণশিল্প ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার নুরুল ইসলাম জানান, তিন বছর মেয়াদি ৯ সদস্যের কমিটিতে ভোটাররা ৫ জনকে নির্বাচিত করবেন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৭৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসএস/আরবি