নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলা থেকে গাঁজা ও বিদেশি মদসহ রাহাদুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে, একই দিনে সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ঘোষবাগ গ্রামের ইসমাইল পোলট্রি খাবার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক রাহাদুল ইসলাম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মহিষওয়ালা বাড়ির মো. মামুনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআইএ