সাভার (ঢাকা): ধর্মঘট নিষিদ্ধ করার প্রস্তাব রেখে সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাভারের শ্রমিক সংগঠনের নেতারা।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিকের গণতান্ত্রিক অধিকার হরণের জন্যই অত্যাবশকীয় পরিষেবা বিল আইন পাস হলে শ্রমিকরা অধিকার আদায়ে কোনো ধরনের আন্দোলন করতে পারবে না। শ্রমিকদের অধিকার হরণ করা হবে। শ্রমিকদের অধিকার হরণের চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। তাই এরই মধ্যে সংসদে যে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল আইন উত্থাপন করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার, বেসিক-১৬ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে ও দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম শামীম বলেন, অধিকার আদায়ে মালিকপক্ষের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিনিয়ত আন্দোলন, সংগ্রাম করতে হয়। আন্দোলন, সংগ্রাম করতে গেলে পুলিশি হয়রানি ও মালিকপক্ষে ভাড়াটে সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়। এর ভেতর গত ৬ এপ্রিল অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এ বিল পাস হলে সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই বিলটি পাস হলে শ্রমিকদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।
সংগঠনের সিনিয়র সহ- সভাপতি সুমাইয়া ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রানা, সহ- সাংগঠনিক সম্পাদক শফিউল আলমসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এসএফ/জেএইচ