ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফরিদপুর: জেলার ভাঙ্গায় ৪৯৩টি ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট মৃধা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এরআগে, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার সদরপুর উপজেলার খালাসীকান্দা এলাকার আজিজ মৃধার ছেলে।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ সম্রাট মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।