ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: মূলহোতাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
মোহাম্মদপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা: মূলহোতাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা মোয়াজ্জেম হোসেন প্রান্তসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।  

আ ন ম ইমরান খান জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে আজিজ মহল্লা এলাকায় আকাশ (১৫) নামে এক শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

** মোহাম্মদপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসজেএ/এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।