ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গ্রেপ্তার হাফিজুল ইসলাম

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্ধবুড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হাফিজুল নলছিটির ওই এলাকার মো. মজিদ হাওলাদারের ছেলে। স্ত্রীর দায়ের করা মামলায় বরিশালের পারিবারিক আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।  

জানা যায়, ২০২০ সালে তার পূর্বের স্ত্রীর করা পারিবারিক ডিক্রি জারি মামলায় বিচার শেষে পারিবারিক আদালতের বিচারক তাকে তিন মাসের স্বশ্রম কারাদণ্ড ও ডিক্রির সমপরিমাণ টাকা জরিমানার আদেশ দেন। ওইদিন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের আদেশ গোপনে জেনেই আত্মগোপনে চলে যান তিনি। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী এবং সঙ্গিয় ফোর্স নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্ধবুড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হাফিজুলকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।