ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মোর্শেদের বিরুদ্ধে নির্বাচনী প্রতিপক্ষদের পরিকল্পিত সব মিথ্যা অপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হাজারও মানুষের অংশগ্রহণে মানববন্ধনে প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সামসুল হক, সাবেক ইউপি সদস্য মানু মিয়া, আল হেলাল ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল খান, অনন্ত সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মেহারী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস,এম শামীমের নেতৃত্বে একটি কুচক্রী মহল চেয়ারম্যানের উন্নয়ন কর্মযজ্ঞ দেখে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দুর্নীতির অভিযোগ এনে মিথ্যা অপ্রচার চালাচ্ছে। তারা মানহানি করার জন্য উঠে পড়ে লেগেছে।
এসব ঘটনায় মেহারী ইউনিয়নবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই মহলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
মানববন্ধন শেষে প্রতিবাদ জানিয়ে বের করা বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ০৬ সেপ্টেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে কয়েকশ মানুষ।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসআইএ