ব্রাহ্মণবাড়িয়া: জেলার রেলস্টেশনে অভিযান চালিয়ে দুই টিকিট কালোবাজারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড প্রাপ্তরা হলেন জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও সদর উপজেলার অষ্টগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে সাব্বির (২৪)।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বিভাগের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ অভিযান চালানো হয়। এ সময় মহানগর এক্সপ্রেসের ২৮টি টিকেট, মহানগর গোধূলির চারটি টিকেট, চট্টলা এক্সপ্রেসের ৩৪টি টিকেট ও তূর্ণা এক্সপ্রেসের সাতটি টিকিটসহ সাব্বির ও সুমন মিয়াকে আটক করা হয়।
তিনি বলেন, টিকিটেগুলোর সর্বমোট মূল্য ১০ হাজার ৪১০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে সুমনকে এক বছর ও সাব্বিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এসআইএ