মেহেরপুর: মেহেরপুর ও গাংনী থানা পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল খান ও গাংনী থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করেন।
এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ ১০ জন ও গাংনী থানা পুলিশের অভিযানে ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
মেহেরপুর সদর থানায় গ্রেপ্তাররা হলেন- এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রাজনগর গ্রামের ইমদাদুল হকের ছেলে সাজেদুর রহমান (৩৫), সাজাপ্রাপ্ত আসামি কুতুবপুর গ্রামের মহাম্মদ আলীর ছেলে সবুজ (৪০), নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ময়ামারি গ্রামের মিরু মালিথার ছেলে জমির উদ্দিন (৪৫), একই মামলার আসামি আব্দুল মালেকের ছেলে আরিফ হোসেন (৩০), সাজাপ্রাপ্ত আসামি কোলা গ্রামের ফজলুল হকের ছেলে আল আমিন (৩২), সাজাপ্রাপ্ত আসামি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার রিফাজের ছেলে মো. খুরশিদ (৩৪), মহি উদ্দিনের স্ত্রী শাহিনা খাতুন (৫০), ছেলে ইলিয়াস হোসেন (৩০), সাজাপ্রাপ্ত আসামি শহরের মল্লিকপাড়া এলাকার মৃত মজিদের ছেলে মহিউদ্দীন (৫০) ও শহরের নতুনপাড়ার বাবর আলীর ছেলে ডাবলু হোসেন (৩৬)।
গাংনী থানায় গ্রেপ্তাররা হলেন- সাজাপ্রাপ্ত আসামি গাঁড়াডোব গ্রামের সাহিন আলীর স্ত্রী বৃষ্টি খাতুন, সাজাপ্রাপ্ত আসামি বাওট গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম, ঝিনাইদহ কোর্টের সাজাপ্রাপ্ত আসামি কুমারীডাঙ্গা গ্রামের নবিছুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, সাজাপ্রাপ্ত আসামি গাড়াডোব কাছারীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সাহাবুদ্দিন (৩৪) ও ফসল তছরুপ করার অভিযোগে গাংনী থানার সাজাপ্রাপ্ত আসামি বেতবাড়িয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলাইহিম হোসেন (৪৫)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এসব আসামিদের গ্রেপ্তারের অভিযানের নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট থানা এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গ্রেপ্তারদের আদালতে আনা হয়। আদালত বিজ্ঞ বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসএম