ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী (৫৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীর বাজার এলাকার রেললাইন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

গফরগাঁও রেলওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অজ্ঞাত এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই আজিবুর রহমান আরও বলেন, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে কিংবা রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।   

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসএম/ এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।