ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
রামুতে সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ, আহত ২ মোটরসাইকেল চালক মো. কামাল উদ্দিন: ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারের রামুর চাকমারকুলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরও ২ আরোহী।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মো. কামাল উদ্দিন (২৩) রামুর গর্জনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম বোমাংখিল গ্রামের মনিরুল আহমদের ছেলে।

এ ঘটনায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহী হলেন, রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৃত নুরুল ইসলামের মেয়ে মুন্নী আকতার। অপর আরোহীর পরিচয় জানা যায়নি।

মুন্নী আক্তার জানান, জেলে থাকা স্বামীকে দেখার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে কক্সবাজার গিয়েছিলেন। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই রাকিবুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।