ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীর সঙ্গে ঝগড়া, নিজের পেটে ছুরিকাঘাত স্ত্রীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
স্বামীর সঙ্গে ঝগড়া, নিজের পেটে ছুরিকাঘাত স্ত্রীর 

হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে তাসলিমা আক্তার (২২) নামে এক নারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন ওই নারী, এমন ধারণা পুলিশের।

নিহত তাসলিমা শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কোরবান আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল।

ওসি নাজমুল হক কামাল বাংলানিউজকে জানান, স্থানীয়রা বলছেন তাসলিমা নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে মারা গেছেন। তবে পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, পরিবারের ঋণ নিয়ে গত মঙ্গলবার তাসলিমার সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এর জেরে তিনি নিজেই তার পেটে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় তাসলিমাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।