ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সচিব মো. আলী হোসেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, বিসিএসআইআরের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসকে/এএটি