ফরিদপুর: ফরিদপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অপারেশন থিয়েটারে ময়লা আবর্জনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ নানা অনিয়মে আরামবাগ হাসপাতাল এবং অনুমোদন না থাকা, পরীক্ষার মূল্য বেশি নেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় আল আকসা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার, মাতৃছায়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বারাকা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে সম্প্রতি চালু হওয়া আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের ক্লিনিক্যাল অংশ সাময়িক বন্ধ রাখতে বলা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, নানা অনিয়ম পাওয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসএম