ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা গ্রেপ্তার

খুলনা: খুলনা মহানগরের ২৫ নং যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফৌজিয়া আক্তার নুপুর (২৯) ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নং ওয়ার্ডের আল আমিন মহল্লার কে এম রাশেদ আহম্মেদের স্ত্রী ও আলী আহম্মেদ পান্নার ছেলে এবং মো. জাহিদ হোসেন খান সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নং ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

খুলনা মেট্রোপলিটন (কেএমপি) সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করে। নুপুর খুলনা সদর থানার মামলায় আসামি। তিনি বিগত সরকারের আমলে খুলনা মহানগর আহ্বায়ক কমিটির যুব মহিলা লীগের ৪ নং সদস্য এবং খুলনা মহানগর ২৫ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অপরদিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে মো. জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। জাহিদ হোসেন খুলনা সদর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি বিগত সরকারের আমলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।