ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু  প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রেনের কাটা পড়ে হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেলওয়ে স্টেশনটি ক্রস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের বাসিন্দা।

নেত্রকোবা বড় স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত  করেন।  

তিনি জানান, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি ওই রেলওয়ে স্টেশনটি ক্রস করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।