ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নয়াগ্রামে যাত্রী ছাউনির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল উপজেলার খাসেরা গ্রামের বাসিন্দা।

জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জয়নালের ডান পা ভেঙে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।