ফেনী: ফেনীতে অনুমোদনহীন ইউপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাতের অপরাধে রয়েল পিভিসি পাইপ এবং অস্বাস্থ্যকর অবস্থায় লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করায় 'ছহী' ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার নামক দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন বিএসটিআইের একটি ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, দপ্তরটির কুমিল্লা কার্যালয়ের একটি দল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার পুষ্প পুদম চাকমা ও মাহমুদা কুলসুম মনির নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে। চাড়ীপুরের রয়েল পিভিসি পাইপ প্রতিষ্ঠানটিকে পণ্যের গুণগত মান যাচাই ছাড়া ও সিএম লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের ইউপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী আদালত নির্দেশ দেয় যে, বিএসটিআই থেকে সিএম লাইসেন্স নেওয়ার আগ পর্যন্ত পণ্য উৎপাদন স্থগিত ও কারখানা বন্ধ রাখতে হবে।
একই অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় এ হোসেন ফুড কনজ্যুমার প্রোডাক্টস এ অস্বাস্থ্যকর অবস্থায় ও বিএসটিআই লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে 'ছহী' ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার উৎপাদন বিক্রয় ও বিতরণ দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এই প্রতিষ্ঠানটিকেও বিএসটিআই থেকে সিএম লাইসেন্স নেওয়ার আগ পর্যন্ত পণ্য উৎপাদন স্থগিত ও কারখানা বন্ধ রাখতে বলা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম) শহীদুল ইসলাম, বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা ও ফেনী জেলা পুলিশ সহায়তা করেন।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএইচডি/এসআইএ