ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

৬তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
৬তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু নিহত শিক্ষার্থী কাজী ফিরোজ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী কাজী ফিরোজের 'রহস্যজনক' মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

কাজী ফিরোজ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজী ফিরোজ ভুলবশত পড়ে গেছেন কি না বা আত্মহত্যা করেছেন কি না, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। শব্দ হলে সবাই ছুটে এসে তাকে দেখতে পায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি শিক্ষার্থীটির দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস

কাজী ফিরোজের পরিচিত জিয়া হলের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হলে প্রায়ই কথা হতো। কিন্তু মনমরা থাকতেন।

কাজী ফিরোজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন ধরনের লেখা রয়েছে। তার মধ্যে গত ৬ সেপ্টেম্বর 'মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেওয়া হোক। সবাই বাঁচুক, আপন প্রাণে, আপন চাওয়াতে মানুষ বাঁচুক। ০৬/০৯/২৩' এই স্ট্যাটাসটি দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসকেবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।