মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে এইচএসসি (পাবলিক) পরীক্ষার সঙ্গে চলছে ইয়ার টেস্ট পরীক্ষা।
কলেজ অধ্যক্ষের দাবি, শুধু তারাই নন; দেশের বড় বড় কলেজেও বোর্ড পরীক্ষার সঙ্গে ইন্টারন্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে।
মেহেরপুর সরকারি কলেজে গিয়ে দেখা গেছে, সারাদেশের ন্যায় কলেজটিতে চলছে এইচএসসি বাৎসরিক পরীক্ষা। কলেজের অ্যাকাডেমিক ভবনে চলছে পাবলিক পরীক্ষা এবং পুরাতন ভবনে চলছে বাৎসরিক পরীক্ষা।
একটি সূত্র জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার এলপিআরে যাবেন। এজন্যই তড়িঘড়ি করে এই পাবলিক পরীক্ষার মধ্যেই নিচ্ছেন ইয়ার টেস্ট পরীক্ষা নিয়ে নিচ্ছেন।
মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কমিটির সদস্য নাহিদ আন্দালিব জানান, এখন পাবলিক পরীক্ষার্থী কম রয়েছে। পাবলিক পরীক্ষার কারণে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পরে সেজন্য পরীক্ষা নিচ্ছি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েই পাবলিক পরীক্ষা ও ইন্টারন্যাল পরীক্ষা এক সঙ্গে নেওয়া হচ্ছে।
১৪৪ ধারা ভঙ্গ করে একসঙ্গে পরীক্ষা নেওয়া যায় কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।
গাংনী সরকারি ডিগি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহা. মনিরুল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে কলেজের চারপাশে ১৪৪ ধারা জারি করে থাকেন। এরমধ্যে কোনোভাবে ইন্টারন্যাল পরীক্ষা নেওয়া মানে ১৪৪ ধারা ভঙ্গ করা নয়।
কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার বলেন, কলেজে আমাদের অনেক ভবন আছে। সেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। অন্যান্য বড় কলেজগুলোতেও একই সঙ্গে পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
১৪৪ ধারা ভঙ্গ হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে যান।
মেহেরপুর জেলা প্রশাসক মো. শামীম হাসান বলেন, পাবলিক পরীক্ষার সঙ্গে ইন্টারন্যাল পরীক্ষা চলছে কিনা আমার জানা নেই। এ ধরনের পরীক্ষা নিলে সেটা খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএম