ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কাভার্ডভ্যানের চাপায় বাচ্চু মিয়া (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটেছে।

নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রামের রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, সকালের দিকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়৷ ঘটনা ঘটা মাত্রই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার দ্রুত পালিয়ে যান।

তিনি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং মরদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।