ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাবার দোকানে আর যাওয়া হলো না ইব্রাহিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
বাবার দোকানে আর যাওয়া হলো না ইব্রাহিমের

লক্ষ্মীপুর: বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যাচ্ছিলো ছয় বছরের শিশু ইব্রাহিম। পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় লাশ হতে হয়েছে তাকে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মো. মফিজ উল্যার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ও ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের পাশে রাখালিয়া এলাকার মহরম বেপারীর পোলের গোড়ায় মফিজ উল্যার ফার্নিচারের দোকান। তার ছেলে ইব্রাহিম বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাবার দোকানে যাচ্ছিল। পথে একটি অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত শিশু ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুল আরেফিন বলেন, ঘটনাটি কেউ আমাদের জানাননি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১ ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।